
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ১১:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৬, ২০২৪, ৫:১১ পি.এম
ভালুকায় জমি নিয়ে বিরোধের জেরে আগুন লাগিয়ে ঘর পুরিয়ে দেওয়ার অভিযোগ

ভালুকা প্রতিনিধিঃ- ময়মনসিংহের ভালুকায় জমি নিয়ে বিরোধের জেরে আগুন লাগিয়ে ঘর পুরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিক্ষের বিরোদ্ধে। এ ঘটনায় ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী পরিবার।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের বিল্লাল হোসেনের সাথে আব্দুল হাই গংদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। এমতাবস্থায় বিল্লাল হোসেনের বাড়ির ভাড়াটিয়া সালমা খাতুন বিল্লাল হোসেনের কাছ থেকে পাড়াগাও মৌজার সাবেক ৬৯ ও হাল ৫৭৫ নং দাগে ৪ শতক জমি ক্রয় করেন। পরে সেখানে টিনের একটি ছাপড়া ঘর নির্মান করেন।
কিন্তু বিষয়টি ভালোভাবে নেয়নি আব্দুল হাই গংরা। আব্দুল হাই গংরা ২৪ মার্চ রোববার দিবাগত রাত আনুমানিক ২ টার দিকে আগুন দিয়ে ঘরটি পুরিয়ে দিয়েছে বলে অভিযোগ জমি ও ঘরের মালিক সালমা খাতুনের। সালমা খাতুনের দাবি ঘরে আগুন দেখতে পেয়ে এগিয়ে গেলে টর্চ লাইট ও আগুনের আলোয় প্রতিপক্ষের আব্দুল হাই, আল আমিন ও ফরহাদ মিয়াকে দৌরে পালিয়ে যেতে দেখেন তিনি। পরে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রনে আনে।
এ ঘটনায় অভিযুক্ত আব্দুল হাই ও তার ছেলে ফরহাদ হোসেনের কাছে জানতে চাইলে তারা বলেন, বিল্লাল হোসেন বাশের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে রেখেছিলো তাই আমরা বেড়া ভেঙ্গে রাস্তা উদ্ধার করেছি। এ সময় ফরহাদ হোসেনকে বলতে শুনা যায়, রাতেই ঘরের টিন সহ সবকিছু সরিয়ে ফেললে এখন আর এই ঝামেলা হতোনা। ওগুলো রাতেই না সরিয়ে ভুল হয়ে গেছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।