প্রেস বিজ্ঞপ্তি
অপহরণ ও সংঘবদ্ধ ইজিবাইক ছিনতাই চক্রের নিকট ছিনতাইকৃত ইজিবাইক এর ক্ষতিগ্রস্ত চালক আবু সাইদকে অধিনায়ক, র্যাব-১ এর আর্থিক অনুদান প্রদান।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে সবসময় বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অত্যন্ত অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাবের সৃষ্টিকাল থেকে চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, বিপুল পরিমান অবৈধ অস্ত্র গোলাবারুদ উদ্ধার, ছিনতাইকারী, অপহরণকারী ও প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে যেমন আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে, তেমনি বিভিন্ন সময়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনেও র্যাবের ভূমিকা অনন্য।
সম্প্রতি জিএমপি, গাজীপুর সদর থানাধীন নিলেরপাড়া এলাকায় অটো ছিনতাইকারী চক্রের হাতে অটো হারিয়ে সর্বস্বান্ত হয় ভিক্টিম আবু সাঈদ। সর্বস্ব হারিয়ে কোনঠাসা সাঈদের পাশে এসে দাঁড়ায় র্যাব-১। ধারাবাহিক অভিযানে র্যাব-১ এই ছিনতাইকারী চক্রের সদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসে।
অদ্য ২৭ মার্চ ২০২৪ তারিখ অধিনায়ক, র্যাব-১, উত্তরা, ঢাকা ক্ষতিগ্রস্ত ইজিবাইক চালক ভিকটিম আবু সাইদ এর সাথে সাক্ষাৎ করেন এবং মানবিক দিক বিবেচনায় র্যাব-১, উত্তরা, ঢাকা এর পক্ষ হতে আর্থিক অনুদান প্রদান করেন।
স্বাক্ষরিত/-
মোঃ মাহফুজুর রহমান
সহকারী পুলিশ সুপার
সহকারী পরিচালক (মিডিয়া অফিসার)
অধিনায়কের পক্ষে
মোবাঃ ০১৭৭৭৭১০১০৩
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]