
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ২:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৮, ২০২৪, ৭:১৯ এ.এম
রংপুরের পীরগঞ্জে প্রতিপক্ষের কারণে নিজ পুকুরে মাছ চাষ করতে পারছেন না বলে অভিযোগ উঠেছে।

পীরগঞ্জ রংপুর মোঃমোস্তফা মিয়া:- পীরগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মিলনপুর গ্রামের মৃত ইয়াছিন আলীর বিধবা কন্যা সালেকা আকতার বানু, (টি,এন,টি) বিভাগের সরকারি কর্মচারি ছিলেন । তার স্বামীর মৃত্যুর পর তিনি তার পেনশনের টাকায় ঐ গ্রামের মধু মিয়ার বাড়ির সামনে জীবিকা নির্বাহের উদ্দেশ্য ২০ শতাংশ জমি ক্রয় করে পুকুর খনন করেন।যাহার জে,এল,নং ১৬৪, খতিয়ান নং ৩৩২, দাগ নং ৩১৯ (মিলনপুর পশ্চিম পাড়া)।
এদিকে ওই বিধবার পুকুরে মাছ চাষ করতে বাধার সৃষ্টি করেন তার প্রতিপক্ষ স্থানীয় লোকজন, তারা তাদের বাড়ির ময়লা পানি জোর পূর্বক উক্ত পুকুরে ময়লা পানি প্রবেশ করে পানি দুষিত করে মাছ ধ্বংস করে যাচ্ছেন। এ ব্যাপারে তিনি মৌখিক ভাবে স্থানীয় চেয়ারম্যান, মেম্বার কে অভিযোগ দেন কিন্তু তারা এ ব্যাপারে কোন ব্যবস্থা গ্রহণ না করায় তিনি গত ২১/৩/২০২৪ ইং তারিখে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর অভিযোগ দিলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন।
স্থানীয় লোকজন এর সাথে কথা হলে তারা বলেন, এখানে একটি ড্রেন নির্মাণ করা হলে এ সমস্যার সমাধান হতে পারে। বিধবা সালেকা আকতার বানু স্থানীয় চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট বিষয় টি সমাধানের জন্য জোর দাবী জানিয়েছেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।