
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ১১:৫৩ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৮, ২০২৪, ৮:৪৪ পি.এম
রাজাপুরে নিখোজের ২ দিন পর ভ্যান চালকের ভাসমান মরহেদ উদ্ধার

মশিউর রহমান রাসেল, ঝালকাঠি প্রতিনিধি।। ঝালকাঠির রাজাপুরে নিখোঁজের ২ দিন পর কচা নদী থেকে মামুন হোসেন (২৫) নামে এক ভ্যান চালকের ভাসমান মরদেহ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে রাজাপুরের সাতুরিয়া গ্রামের ইদুরবাড়ি এলাকার কচা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মামুন উপজেলার পশ্চিম সাতুরিয়া গ্রামের চেয়ারম্যান বাড়ি সংলগ্ন এলাকার মোকসেদ আলীর ছেলে।
স্থানীয় জাহিদ হোসেন কিবরিয়া, তরিকুল ইসলাম ও মুন্না জানান, মোটর লাগানো ভ্যান চালাতো মামুন। গত ২ দিন ধরে সে নিখোঁজ ছিল। বৃহস্পতিবার দুপুরে নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশ খবর দেয় স্থানীয়রা।
রাজাপুর থানার এসআই মো. মামুন জানান, তার মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে। তবে তার মৃত্যুর কারণ বা বিস্তারিত তদন্ত সাপেক্ষ জানা যাবে বলেও জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।