
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ৩:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৯, ২০২৪, ৩:০৩ পি.এম
মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম জবি শাখার ইফতার বিতরণ

রোমান আকন্দ, জবি প্রতিনিধি:
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা আয়োজনে সম্মানিত রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকেলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে রোজাদারদের মাঝে এই ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এসময় মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সম্মানিত উপদেষ্টা এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ইমরান আহমেদ অপু, উপদেষ্টা পরিষদের অন্যান্য সদস্যবৃন্দ, সংগঠনটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্ম, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রাকিবুল হাসান অন্তরের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তানিম ফারহান।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।