
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ১১:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ৩০, ২০২৪, ৪:৫০ পি.এম
কাউখালীতে অসহায়, অস্বচ্ছল ও হতদরিদ্র ছিন্নমূল মানুষের মাঝে রমজানে খাদ্যদ্রব্য বিতরণ।

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালীতে অসহায় অস্বচ্ছল হতদরিদ্র ছিন্নমূল মানুষের পাশে দাড়িয়েছেন প্রতিবন্ধি কল্যাণ সংস্থ্যা। প্রতিবন্ধি কল্যান সংস্থ্যার উদ্যোগে যারা মাহে রমজানে রোজা রাখার জন্য যারা নূন্যতম খাবার টুকু যোগার করতে পারে না তাদেরকে খাদ্য দ্রব্য বাড়ি বাড়ি পৌছে দিচ্ছেন এই সংস্থাটি। সংস্থার সভাপতি আঃ লতিফ খসরু রমজান মাস শুরু থেকেই বাড়ি বাড়ি গিয়ে এবং যারা ছিন্নমূল অবস্থায় রয়েছেন তাদেরকেও তিনি এ খাদ্যদ্রব্য আওতায় এনে তাদের হাতে তুলে দিয়েছেন চাল, ডাল, আলু, চিনি , তেল, মাছ, মুরগী, মৌসুমী ফল আনারস, পেয়ারা, দই, লুঙ্গি, গামছা এবং ইফতার সামগ্রীর মধ্যে চিরা, মুড়ি, ট্যাং, ছোলা বুট, খেজুর, জুস ইত্যাদিসহ খাদ্য সামগ্রী। বিতরণকৃত এলার মধ্যে রয়েছে, উপজেলার জয়কুল, আমরাজুড়ী ফেরীঘাট, আবাসন, চিরাপাড়া আশ্রয়ন, শিয়ালকাঠী, সোনাকুর সহ বিভিন্ন প্রত্যান্ত এলাকায় এ সামগ্রী পৌছে দেওয়া হয়।
এব্যাপরে প্রতিবন্ধি কল্যান সভাপতি আঃ লতিফ খসরু বলেন, তিনি এই সংস্থার মাধ্যমে ব্যক্তিগত উদ্যোগে এ খাদ্য সামগ্রী বাড়ি পৌছে দেন এবং এটি সারা রমজান মাসে চলমান থাকবে বলে তিনি জানান।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।