প্রেস বিজ্ঞপ্তি
রাজধানীর মিরপুর মডেল থানাধীন এলাকা হতে আন্ত:জেলা ডাকাত দলের সর্দার, গণধর্ষণ মামলার আসামী ও সংঘবদ্ধ অপরাধী চক্র বায়েজীদ গ্রুপ এর লিডার রহিম সুলতান @ বায়েজীদসহ ২ জন কে বিদেশী রিভলবার ও গুলিসহ গ্রেফতার করেছে র্যাব-৪।
র্যাব-৪ সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন, চাঁদাবাজি, ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।
এরই ধারাবাহিকতায় ৩০ মার্চ ২০২৪ তারিখ রাতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল রাজধানীর মিরপুর মডেল থানাধীন ম্যধ্য পীরেরবাগ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০১টি বিদেশী রিভলবার, ০২ রাউন্ড গুলি, ০১টি মোবাইল ফোন এবং ০১টি মোটরসাইকেলসহ অবৈধ অস্ত্রধারী, আন্তঃজেলা ডাকাত দলের নেতা এবং বায়েজিদ গ্রুপের গ্যাং লিডারসহ নিম্ন বর্নিত ০২ জন’কে গ্রেফতার করতে সক্ষম হয়ঃ ক। মোঃ রহিম সুলতান @ বায়েজিদ (২৭), জেলা-ফরিদপুর। খ। মোঃ বেল্লাল হোসেন (৩৫), জেলা-কুমিল্লা।
গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদ এবং ঘটনার বিবরণে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, অবৈধ অস্ত্র, দস্যূতা এবং চুরিসহ নিয়মিত মামলা রয়েছে। গ্রেফতারকৃত মোঃ রহিম সুলতান @ বায়েজিদ (২৭), ‘‘বায়েজিদ গ্যাং’’ নামে একটি কিশোর গ্যাং এবং আন্তঃ জেলা ডাকাত দল গঠন করে এর মূল হোতা হিসেবে ঢাকাসহ আশ-পাশের জেলায় ডাকাতি করে আসছিলো।
এছাড়াও জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে ২০১৭ সালে আইন- শৃঙ্খলা বাহিনী ও সাংবাদিকের ভূয়া পরিচয়ে মানিকগঞ্জের সিংগাইর এলাকা থেকে ১৬০ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা ডাকাতিকালে আইনশৃঙ্খলাবাহিনী কর্তৃক গ্রেফতার হয়।
গ্রেফতারকৃত আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। অদূর ভবিষ্যতে এরূপ ডাকাতি, দস্যূতা, ছিনতাই ও চাঁদাবাজ এবং অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসীর বিরুদ্ধে র্যাব-৪ এর জোড়ালো সাড়াঁশি অভিযান অব্যাহত থাকবে। (মোঃ জিয়াউর রহমান চৌধুরী) সিনিয়র সহকারী পুলিশ সুপার সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) পক্ষে পরিচালক
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]