হিজলা প্রতিনিধিঃ
বরিশাল জেলার হিজলা উপজেলায় গত ১৩ ই মার্চ হিজলা উপজেলার ধুলখোলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আওয়ামী লীগ সভাপতি জামাল মাঝি নিসংস হত্যার প্রতিবাদে, রবিবার বেলা ২ টার পর সময় উপজেলা পরিষদ চত্বরে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন, হিজলা উপজেলা পরিষদের, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মৎ নাজমা বেগম, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক ও বড় চালিয়া ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব এনায়েত হোসেন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুল ইসলাম সরদার সাংগঠনিক সম্পাদক ও মেয়েমানিয়া ইউনিয়ন চেয়ারম্যান মাস্টার নাসির উদ্দিন হাওলাদার, যুবলীগ নেতা কাজী লিয়াকত হোসেন,কৃষক লীগ সভাপতি গোলাম মহিউদ্দিন মিন্টু, শ্রমিক লীগ নেতা ইব্রাহিম সরদার, প্রমুখ, এছাড়াও রয়েছেন হিজলা উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা আওয়ামী লীগের সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, হিজলা মেহেন্দিগঞ্জ উন্নয়নের মডেল উন্নয়নের রূপকার সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ এর একনিষ্ঠ কর্মী ছিলেন, জামাল উদ্দিন মাঝি। তাকে পরিকল্পিতভাবে নিশংস হত্যার প্রতিবাদ জানায় এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এই হত্যার সঠিক বিচারের দাবী জানান।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]