
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ১১:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২, ২০২৪, ৪:৪৯ পি.এম
ভালুকায় ১ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ

ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ- ময়মনসিংহের ভালুকায় পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খানের উদ্যোগে ভালুকা পৌরসভার ১ ও ৩ নং ওয়ার্ডে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। ২ এপ্রিল মঙ্গলবার সারাদিন ব্যাপী ২ টি ওয়ার্ডে ১ হাজার মানুষের মাঝে ওই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
আলহাজ্ব হাতেম খান বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায়, তিন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ভালুকা পৌরসভার প্রতিটি ওয়ার্ড প্রত্যেক ঈদের আগে নিজস্ব অর্থায়নে ঈদ উপহার সামগ্রী বিতরণ করে আসছি।
তারই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ১ ও ৩ নং ওয়ার্ডে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে পৌরসভার ৯ টি ওয়ার্ডেই এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হবে।
এ সময় ৯ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আমান উল্লাহ তাজুন সহ পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।