মোঃ কাওছার আহম্মেদ, রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি:
বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ড এর ২২তম কেন্দ্রীয় পরীক্ষায় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আবুল হোসেন ক্বিরাতুল কুরআন কারিমীয়া কওমীয়া হাফিজিয়া মাদ্রাসায় ৮ জন শিক্ষার্থী মেধা তালিকায় শীর্ষস্থান অর্জন করেছে।
দ্বিতীয় শ্রেণীতে বোর্ড স্ট্যান্ড করেছেন ৩ জন, গোল্ডেন এ প্লাস ৭ জন এবং এ প্লাস একজন। খাস বিভাগে বোর্ড স্ট্যান্ড করেছেন, তিন জন। ৬ জন পেয়েছে গোল্ডেন এ প্লাস। হেফজুল কোরআন বিভাগে ১০ পারা গ্রুপে বোর্ড স্ট্যান্ড করেছেন, ২জন আর ৬ জন হয়েছেন মুমতাজ, ১ জন হয়েছেন জাইয়েন জিদ্দান।
যানা যায়, বাংলাদেশ কুরআন শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষায় আবুল হোসেন ক্বিরাতুল কুরআন কারিমীয়া কওমীয়া হাফিজিয়া মাদ্রাসা মাদ্রাসার মোট ৩০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। বোর্ড স্ট্যান্ড করেছেন, ৮জন। গোল্ডেন এ প্লাস পেয়েছে ১৩ জন। আবার কেহ হয়েছে মুমতাজ ও জাইয়েন জিদ্দান।
আবুল হোসেন ক্বিরাতুল কুরআন কারিমীয়া কওমীয়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মূফতি মাহবুবুর রহমান বলেন, আল্লাহ তায়ালার অনেক শুকরিয়া, ঐতিহ্যবাহী পুলঘাট মাদ্রাসার শিক্ষার্থীরা এতো ভালো ফলাফল করেছে। এ সাফল্য সকল ছাত্র-শিক্ষকের। শিক্ষাসচিবের দিক নির্দেশনা, শিক্ষকদের পরিশ্রম ও শিক্ষার্থীদের মেহনতের ফসল এ সাফল্য।
তিনি আরও বলেন, যেসব শিক্ষার্থী মেধাতালিকায় অর্জন করেছে তাদের জন্য শুভ কামনা। তারা সামনের দিনগুলোতে আরও ভালো ভাবে মেহনত করুক। আবুল হোসেন কেরায়াতুল কুরআন হাফিজিয়া মাদ্রাসার নাম উজ্জল করুক। যারা পরিশ্রম করেছে তাদের জন্য দোয়া রইল। আরও ভালো ভাবে মেহতন করুক তারা। ইনশাআল্লাহ আল্লাহ তায়ালা তাদের উত্তম প্রতিদান দিবেন।