কুবি প্রতিনিধি :
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কর্মচারী সমিতির (১৭-২০ গ্রেডের) ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২ এপ্রিল) প্রশাসনিক ভবনের ৪১১ নাম্বার রুমে এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কর্মচারী সমিতির সভাপতি মো. কবির হোসেন বলেন, সবাইকে নিয়ে একসাথে ইফতার করতে পেরে ভালো লেগেছে। আশা করি এতে আমাদের নিজেদের মধ্যে সম্প্রীতি বজায় থাকবে।
কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান বলেন, আসলে এইভাবে সবাই একসাথে হওয়া সম্ভব হয় না। ইফতারের মাধ্যমে সবাই একসাথে হতে পেরেছি ভালো লেগেছে। এ দ্বারা অব্যাহত থাকুক।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]