পিরোজপুর প্রতিনিধি: পবিত্র মাহে রমজান মাসে যখন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ যখন এক প্রকার দিশেহারা হয়ে পড়েছে। ঠিক তখন-ই জেলার বিভিন্ন সবজি বাজারের চেয়ে কম মূল্যে অস্বচ্ছলদের মাঝে সবজি বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান।
তিনি বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পিরোজপুর কার্যালয় আয়োজিত ভ্রাম্যমাণ ভ্যানে করে এ সবজি বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন।
কালেক্টরেট ভবনের সামনে এ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাধবি রায়, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি ও শিক্ষা খানজাদা শাহরিয়ার বিন মান্নান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পিরোজপুরের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রানা মিয়া, উপজেলা কৃষি অফিসার শিপন চন্দ্র ঘোষসহ জেলা প্রশাসনের এবং কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের অফিসারগণ, সাংবাদিক, আইনজীবিগণসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ।
স্বল্প মূল্যে বিক্রি হওয়া সবজিগুলো হল- কাঁচা মরিচ, কাঁচা কলা, লেবু, পেপে, লাউ, মিস্টি কুমড়া, বেগুন, ঢেঁরস, শশাসহ অন্যান্য সবজিও রয়েছে। ঈদের পূর্বদিন পর্যন্ত এ স্বল্পমূল্যে সবজি বিক্রি কার্যক্রম চলমান থাকবে বলে সদর উপজেলা কৃষি অফিসার শিপন চন্দ্র ঘোষ জানিয়েছেন।
উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, গত কিছুদিন ধরে ডিম, দুধ, গরুর মাংস সুলভ মূল্যে জেলা প্রানিসম্পদ কর্মকর্তার আয়োজনে বিক্রি করা হচ্ছে। আজ থেকে একইভাবে সবজিও বিক্রি কার্যক্রম শুরু হল। এর ফলে আর্থিকভাবে অস্বচ্ছল মানুষজন সুলভমূল্যের সবজি এবং দুধ, ডিম ও মাংস ক্রয় করে উপকৃত হবে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]