মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার বেতদিঘী ইউনিয়নে দুই নব মুসলিমকে ঈদ উপহার দিলেন বিশিষ্ট সমাজসেবক শিক্ষা ও ক্রীড়ানুরাগী ব্যক্তিত্ব বেতদিঘী ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা ও মুত্তাকী কল্যাণ ফাউন্ডেশন এর উপদেষ্টা আজম মন্ডল রানা।
গত বুধবার ইফতারের পর মুত্তাকী কল্যাণ ফাউন্ডেশন এর সদস্যদের নিয়ে নব মুসলিম দুইজনকে ঈদ উপহার হিসেবে পাঞ্জাবি এবং লুঙ্গি দেয়া হয়।
এ বিষয়ে মন্ডল রানা জানান, ইসলামের ছাঁয়া তলে আসা নব মুসলিমদের প্রতি তেমন গুরুত্ব দেন না সমাজের মানুষ। ইসলাম ধর্মে বিশ্বাসী হয়ে তারা নিজ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্মে আসে শান্তির আশায়।আমাদের উচিত সবসময় তাদের পাশে থাকা। আমরা সবাই মিলে নব মুসলিম ভাইদের পাশে দাঁড়াবো এমনটাই প্রত্যাশা করছি। এ সময় প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]