নুরুন নাহার বেবী সিলেট।
হাতাহাতির একপর্যায়ে ,ছুরি নিয়ে চড়াওয়ের পর খুনের ঘটনা ঘটেছে। ছুরিকাঘাতে রক্তাক্ত জখম অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান হামলার শিকার মনাই মিয়া (৩৫)। এই ঘটনা ঘটে ফেঞ্চুগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের বাঘমারা গ্রামে। হামলায় নিহত মনাই উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের পূর্ব যুধিষ্ঠিপুর গ্রামের ফোরকান আলীর ছেলে। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাঘমারা গ্রামের কালাম মিয়ার কাছে নিহতের শালিকা বিয়ে দিয়েছিলেন। দেড় বছর আগে তাদের ছাড়াছাড়িও হয়ে যায়। এ নিয়ে আদালতে মামলাও চলছে।
এ বিষয়ে গত মঙ্গলবার রাতে উপজেলার সদর ইউনিয়নের বাঘমারা গ্রামে সালিশ বসে। সালিশের এক পর্যায়ে বৈঠক থেকে উঠে কালাম মিয়ার ভাই বেলাই মিয়া মনাই মিয়াকে ছুরি দিয়ে আঘাত করেন। ছুরির আঘাতে গুরুতর আহত হয়ে লুটিয়ে পড়েন মনাই মিয়া। স্থানীয়রা তাকে নিয়ে ফেঞ্চুগঞ্জৈ হাসপাতালে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ গাজী আতাউর রহমান বলেন, লাশ ময়না তদন্তের পর পরিবারের কাছে নেওয়া হয়েছে। তারা সময় চেয়েছেন মামলার জন্য। তাই মামলা হয়নি, তাই কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]