মোঃ খোকন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:
আসন্ন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থীর সৌদি আরবের রিয়াদ শাখা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক কাজী সেলিম রেজার মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে সদর উপজেলা মাছিহাতা ইউনিয়নে ভাদেশ্বরায় উনার নিজ বাড়িতে এই আলোচনা সভায় আয়োজনে করা হয়।
আলোচনা সভায় নেতাকর্মীরা বলেন, আগামী উপজেলা নির্বাচনে কাজী সেলিম রেজার কোন বিকল্প নেই। আগামী উপজেলা নির্বাচনে সেলিম ভাইকে জয় যুক্ত করতে চার ইউনিয়নের জনগণ ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে বলে অঙ্গীকার করেন।
ব্রাহ্মণবাড়িয়া উপজেলা পরিষদের সম্ভাব চেয়ারম্যান পদপ্রার্থী কাজী সেলিম রেজা বলেন, আমি যদি আল্লাহর রহমতর উপজেলা চেয়ারম্যান হতে পারি আমি আপনাদের সেবা করে যাব ইনশাআল্লাহ। একটি আধুনিক ও সম্মৃদ্ধ এবং বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নের মাধ্যমে উন্নত শহর গড়ে তুলার চেষ্টা করব। আপনারা আমাকে নির্বাচ্ত করে সেবা করার সুযোগ দিবেন বলে আশা করি।
এ সময় উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী তথ্য প্রযুক্তি লীগের সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন খান, সাংবাদিক আমিনুল ইসলাম আহাদ, শামীম সরকার, জাকির হোসেন, ডা : হারুন প্রমুখ।
আলোচনা সভায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুহিলপুর ইউনিয়ন, বুধল ইউনিয়ন , তালশহর পূর্ব ইউনিয়ন, মজলিশ পুর ইউনিয়ন হতে শামীম সরকার, মীর জাকিরের নেতৃত্বে চার ইউনিয়নের নেতাকর্মী ও জনসাধারণ উপস্থিতি ছিলেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]