
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১১:৪৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৫, ২০২৪, ৫:৪৮ পি.এম
রায়গঞ্জের শ্রীদাসগাতী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের জন্য সোজা একটি রাস্তা চান এলাকাবাসী

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার গ্রামপাঙ্গাসী চাঁনপাড়া থেকে উপজেলার শ্রীদাসগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের জন্য সোজা কোনো রাস্তা নেই। সারা বছর ধান ও ভুট্টার খেতের আইল দিয়েই যাতায়াত করতে হয় এলাকাবাসীকে।সরকাররি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি রয়েছে, ঈদগাহ মাঠ, কবরস্থান মসজিদ ও ইসলামাবাদ সাইদিয়া দারুল উলু মাদ্রাসা নামে একটি বিরাট কওমি মাদ্রাসা।
এখানে প্রতি বছর হাজার হাজার মসল্লিদের সমাগমে অনুস্ঠিত হয়ে থাকে তিনদিন ব্যাপী সীরাতুন্নবী ও দোয়া মাহফিল। কিন্তু অত্র প্রতিস্ঠানগুলোতে উপজেলার গ্রামপাঙ্গাসী চাঁনপাড়া থেকে যাতায়াতের জন্য সোজা কোনো রাস্তা নেই। ফলে নিকটবর্তী প্রতিস্ঠান গুলো থেকে মুক ফিরিয়ে নিচ্ছে অনেকেই। তাছাড়া উক্ত গ্রামের আশপাশে যেসব প্রতিস্ঠান রয়েছে সেসব প্রতিস্ঠানে যাতায়াত করা আরও কষ্টদায়ক।
এমতাবস্থায় অর্থনীতির চাকা সচল রাখতে এবং গ্রামপাঙ্গাসী চানঁপাড়া সহ আশপাশের ছেলে মেয়েদের শিক্ষার আলোয় আলোকিত করতে উপজেলার গ্রামপাঙ্গাসী চাঁনপাড়া থেকে শ্রীদাসগাতী গাতী সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত সোজা নতুন একটি রাস্তা করার জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন অত্র এলাকাবাসী।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।