মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে চোরাই মোটরসাইকেল-সহ দুই চোরকে গ্রেফতার গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকাল সোয়া ৫টায় মহানগরীর শাহমখদুম থানার বড়বনগ্রাম খানকামোড় নওদাপাড়া বাস টার্মিনাল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো: মোঃ শোয়ান নাহিদ (১৯), সে মহানগরীর শাহমখদুম থানার বড়বনগ্রাম চকপাড়া এলাকার মোঃ জালাল উদ্দিনের ছেলে ও মোঃ মেহেদী হাসান জয় (১৯), সে একই এলাকার মোঃ মাজদার আলীর ছেলে।
শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ পুলিশ কমিশনার (সদর), মোঃ জামিরুল ইসলাম।
তিনি জানান, জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, মেহেদী হাসান জয় ও তার সহযোগী শোয়ান নাহিদ মিলে গত (২২ মার্চ) রাজশাহীর দুর্গাপুর থানার কেওড়াতলা এলাকা থেকে মোটরসাইকেলটি চুরি করে ব্যবহার করছিলো।
আসামি শোয়ানের দেওয়া তথ্যমতে শুক্রবার সকাল ৯টায় অভিযান পরিচালনা করে চন্দ্রিমা থানার বারো রাস্তার মোড় থেকে অপর আসামি জয়কে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নগরীর শাহমখদুম থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]