
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ১১:২১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৬, ২০২৪, ২:৪১ পি.এম
কাউখালীতে কীটনাশক পান করে এক কৃষকের আত্মহত্যা।
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালীতে কীটনাশক পান করে এক কৃষক নিজ বাড়িতে আত্মহত্যা করে। এলাকাবাসী ও থানা পুলিশের মাধ্যমে জানা গেছে, উপজেলার আমরাজুরি ইউনিয়নের দক্ষিণ আমরাজুরি গ্রামের মৃত্যু আফজাল বেপারীর ছেলে রফিক বেপারী (৫৫) শুক্রবার রাতে খাওয়া-দাওয়া সেরে ঘুমিয়ে পড়ে।
ওই রাতেই আনুমানিক সাড়ে এগারোটা দিকে তার ছেলে শাহিন বেপারী ও জামাই ইউসুফ শেখ ঘরের ভিতরে একটা শব্দ পেলে তারা রফিক ব্যাপারীর কাছে গেলে দেখে সে কীটনাশক পান করেছে এবং তার মুখ থেকে বমি বের হচ্ছে। তাৎক্ষণিক রাতেই কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
পারিবারিকভাবে জানা গেছে, দীর্ঘদিন যাবত তার স্ত্রীর সাথে ভালো সম্পর্ক নেই এবং তিনি হতাশায় ভুগছে। নিজেকে কন্ট্রোলে না রাখতে পেরে প্রায় সময়ই ভারসাম্যহীনভাবে চলাফেরা করে বলে এলাকাবাসীর সূত্রে জানা গেছে।
এ খবর পেয়ে কাউখালী থানার এসআই সিদ্দিকুর রহমান ৬ এপ্রিল শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশ উদ্ধার করে কাউখালী থানায় আনেন।
কাউখালী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ হুমায়ুন কবির বলেন, এ ব্যাপারে কাউখালী থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে এবং বিষয়টি আমরা খতিয়ে দেখছি কোন রহস্য আছে কিনা। লাশটি উদ্ধার করে ময়না তদন্ত করার জন্য পিরোজপুরের মর্গে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।