
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ১১:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৬, ২০২৪, ৫:২৪ পি.এম
ঈদ উপহার পেয়ে খুশি সলঙ্গার ছিন্নমুল শিশুরা

মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের সলঙ্গায় ছিন্নমুল, অসহায় পরিবারের শিশুরা পেল ঈদ উপহার। ঈদের উপহার নতুন জামা পেয়ে খুশিতে আত্মহারা ওরা। মানবসেবা মুলক সংগঠন "স্বপ্ন" প্রধান কার্যালয় ঢাকা কর্তৃক প্রাপ্ত অসহায়, হতদরিদ্র শতাধীক পরিবারের শিশুদের হাতে ঈদ উপহার (নতুন জামা) তুলে দেন "স্বপ্ন সিরাজগঞ্জ" শাখা কর্তৃপক্ষ।
শনিবার (৬ এপ্রিল ২০২৪) "স্বপ্ন সিরাজগঞ্জ" শাখার পরিচালক আশিক ইকবাল বাবু ও সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম (জাহিদ) সংগঠনের অন্যান্য সদস্যদের সাথে নিয়ে ঘুরে ঘুরে অসহায় পরিবারের শিশুদের হাতে নতুন জামা বিতরণ করেন।
বিতরণ কালে "স্বপ্ন সিরাজগঞ্জ" শাখার সাধারন সম্পাদক জাহিদ বলেন, সকল বিত্তবানদের উপর গরিবদের হক রয়েছে।এলাকার ধনী /বিত্তবানরা যদি সাহায্যের হাত বাড়িয়ে দেন, তবে গরিবরা উপকৃত হবে। তাই এমন মহৎ কাজে "স্বপ্ন" ঢাকার পরিচালকের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
শাখা পরিচালক আশিক ইকবাল বাবু জানান, "স্বপ্ন" প্রধান কার্যালয় ঢাকা কর্তৃক প্রাপ্ত সিরাজগঞ্জের অসহায় কচিকাচা শিশুদের হাতে ঈদ উপহার নতুন জামা পৌছে দিতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।