
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ১১:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৬, ২০২৪, ৮:১৪ পি.এম
জাতীয় এবং আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৪ উদযাপন

ফাহাদ মোল্লা
"ক্রীড়াঙ্গনের উন্নয়ন শেখ হাসিনার দর্শন"এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ৬ই এপ্রিল জাতীয় এবং আন্তর্জাতিক ক্রীড়া দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিস মুন্সীগঞ্জের আয়োজনে এবং জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় আজ সকাল ১১ টায় এক বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মুন্সীগঞ্জ জেলা স্টেডিয়ামের সভা কক্ষে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশরাফুল আলম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সহ-সভাপতি মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব খাদিজা পারভীন, জেলা ক্রীড়া অফিসার, জনাব আয়নাল হক স্বপন,জনাব আমানুল্লাহ শাহীন, জনাব গোলাম মাওলা তপন, মীৱ নাসির উদ্দিন উজ্জ্বল, জনাব অভিজিৎ দাস ববি সহ প্রমুখ ব্যক্তিবর্গ, এছাড়াও আরো উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা পর্যায়েৱ বিভিন্ন ক্রীড়া সংগঠক ,কোচ, খেলোয়াড়বৃন্দ !
বক্তারা ক্রীড়া ক্ষেত্রে বিভিন্ন সহযোগিতা এবং সম্প্রীতিৱ এবং ক্রীড়াঙ্গনকে আরো এগিয়ে নেওয়ার ব্যাপারে আলোচনা করেন! জাতীয় এবং আন্তর্জাতিক ক্রীড়া দিবসকে সফল করার জন্য এবং জেলা পর্যায়ে খেলোয়াড়দের কে বিভিন্ন প্রশিক্ষণ ও প্রতিযোগিতার মাধ্যমে জাতীয় পর্যায়ে মান উন্নতিকরণ বিষয়ে আলোকপাত করা হয়! মাদকমুক্ত সমাজ গড়তে ক্রীড়াৱ ভূমিকা অপরিসীম! জনাব হেলাল উদ্দিনের সঞ্চালনায় উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়!
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।