
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ১১:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৭, ২০২৪, ৪:৪৯ পি.এম
বিত্তবান পরিবারে প্রতিবন্ধী কন্যার জন্য পাচ্ছে সরকারী বেসরকারী বিভিন্ন জায়গা থেকে মোটা অংকের অনুদান

আব্দুল্লাহ আল মামুন যশোর জেলা প্রতিনিধিঃ
যশোর মনিরামপুর ১৩নং খানপুর ইউনিয়নের শেখপাড়া খানপুর গ্রামের সরদার পাড়ার মৃত জোনাব আলী সরদারের পুত্র নাম মাত্র প্রভাষক হাবিবুর রহমানের ১টি পুত্র সন্তান ও ১টি কন্যা সন্তান রয়েছে। হাত পা না থাকা অবস্থায় জন্ম গ্রহন করেন কন্যা লিতুন জিরা।
লিতুন জিরা মেধাবী হওয়ায় বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কবিতা আবৃতি, গান গেয়ে ভাইরাল করে আসছে দীর্ঘদিন যাবৎ এবং নিজেদের পরিবারের আর্থিক দূর অবস্থা অভাবের কথা বলে মেয়েকে মানুষ করা নিয়ে চিন্তিত আছে বলে তিনি প্রচার করেন।কিন্তু অত্র এলাকাতে বিত্তবানদের মধ্যে প্রভাষক হাবিবুর রহমান অন্যতম যাহার পালসার ১৫০সিসি একটি মটর সাইকেল রয়েছে যাহার নাম্বার--যশোর -ল-১১-২২৩৪ বাড়িতে ২য় তলা পাকা বিল্ডিং ছাড়াও বাড়ির সকল স্থাপনা ইটের পাকা ঘর এবং স্থানীয় সুত্রে জানা যায় তাহার পিতার ১৫৭নং মৌজায় হাল খতিয়ান -৯৬৫নং ১৪৩১নং ১৪৩৫নং খতিয়ানে ৪একর ৬৫শতক ছাড়াও কন্যা লিতুন জিরার নামে আনুমানিক ৫০শতক এবং মা এর নামে ও বেশ কিছু সম্পত্তির রয়েছে এছাড়াও শালিখার বিলে সরদার পাড়া মৎস্য ঘের রয়েছে সম্মিলিত ভাবে।
প্রভাষক হাবিবুর রহমান নিজে এলাকাতে প্রচার করে উপর মহলের সাথে তার হাত রয়েছে কিন্তু খোজ নিয়ে দেখা যায় সবই মিথ্যা। চাকরি দেবার প্রলোভন দেখিয়ে মাছনা গ্রামের দূর্ঘটনা জনিত কারনে প্রতিবন্ধি কামরুজ্জামানের স্ত্রীর সালমা এর কাছ থেকে চাকরি দেবার প্রলোভন দেখিয়ে ১লক্ষ টাকা উৎকোচ নিয়েছিল। কিন্তু সেই টাকার বিনিময়ে চাকরি দিতেও পারে নি আবার টাকাও ফেরত না দেওয়ার তালবাহানা করে কিন্তুু গন্যমান্য ব্যাক্তিদের সহযোগিতায় দীর্ঘদিন হয়রানি করে তাদেরকে ৫০ হাজার টাকা পরিশোধ করে পরবর্তীতে আরো ২৮হাজার সর্বর্মোট ৭৮হাজার টাকা পরিশোধ করে ২২হাজার টাকা ফেরত দেয় নি।
অথচ তারই প্রতিবেশি একই বংশের মেয়ে হাজিরার শিহাব (১০) নামে প্রতিবন্ধী একটি পুত্র সন্তান রয়েছে। তাদের আর্থিক অচ্ছলতা থাকতেও কখনো তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করতে ইচ্ছুক না।
অন্যদিকে একই গ্রামের প্রতিবেশি হাবিবুর রহমানের আর্থিক স্বচ্ছালতা থাকা সত্বেও কন্যা লিতুন জিরা কে নিয়ে আর্থিক দূর অবস্থার কথা জানিয়ে বিভিন্ন গনমাধ্যমে প্রচার করে প্রতিবছর সমাজের বিত্তবানদের কাছ থেকে লাখ লাখ টাকা আর্থিক অনুদান নিচ্ছেন।
এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা বলেন, মানুষ না জেনে দুর থেকে লোকে মুখে শুনে বিত্তবান পরিবারে সহযোগিতা করছে, কিন্তু এমন প্রতিবন্ধী এবং অসহায় হত দরিদ্র পরিবার মণিরামপুরে অনেক আছে তাদের পাশে কোন জনপ্রতিনিধি ও বিত্তবানদের সহযোগিতা মেলে না, তাই আসুন আমরা হুজুকে মাতাল না হয়ে জেনে বুঝে সঠিক স্থানে সহযোগিতা করি।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।