আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতাঃ
পবিত্র মাহে রমজানুল মোরাক উপলক্ষে খতমে তারাবী শেষ করাই আনোয়ারা উপজেলার বৈরাগ আমান উল্লাহ পাড়া শাহী জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মৌলানা আজগর হোসেন আলকাদেরি, মুয়াজ্জিন হাফেজ মামুনুর রশিদ ও হাফেজ শাকিল আহমেদ মিসবাহকে সম্মান স্বরূপ চট্টগ্রাম আনোয়ারা উপজেলার উন্নতম সামাজিক সুন্নী সংগঠন আমান উল্লাহ পাড়া আল্লামা শহিদ নুরুল ইসলাম ফারুকী (রহঃ) স্মৃতি সংসদের পক্ষ থেকে ৬ই এপ্রিল আমান উল্লাহ পাড়া শাহী জামে মসজিদে ফুলের মালা প্রদান করা হয়।
এ সময় আমান উল্লাহ পাড়া আল্লামা শহিদ নুরুল ইসলাম ফারুকী (রহঃ) স্মৃতি সংসদের সভাপতি মোহাম্মদ ফখর উদ্দিন, সাধারন সম্পাদক মাহিম হোসেন ফারুকী, সহ জাবেদ হাসান সানি, মাঈন উদ্দিন, মোঃসাজ্জাদ হোসেন, শাকিব ইসলাম, হ্দয় ফারুকী, সাইদুল ইসলাম আকাশ, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মুনতাসীর, আরিফ শাহ, নাওশদ নাসের, মোহাম্মদ হেলাল, মোঃ ফাহিম শাহ, মোঃ রহিত ও মোহাম্মদ বিন জামাল, শাহরিয়ার তুহিন সহ প্রমুখ ৷
আরও উপস্তিত আমান উল্লাহ পাড়া শাহী জামে মসজিদের সহ সভাপতি ফারুক আহমদ, সাধারন সম্পাদক আবু তাহের, ইসমাইল সাওদাগর, মামুনুর রশিদ, ফরিদ উদ্দিন খান মিল্টন, হাসান আলী, ইউপি সদস্য মুছা তালুকদার, মনিরুল ইসলাম, আরফ আলী সেকান্দর ও মুহিবুল আলাম প্রমুখ ৷
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]