
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ১১:৪৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৮, ২০২৪, ৮:১৪ পি.এম
হোসেনপুরে সড়ক দুর্ঘটনা রোধে পুলিশের অভিযান।

মাহফুজ রাজা, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কিশোরগঞ্জ জেলার পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ বিপিএম, সেবা পিপিএম (বার) এর সার্বিক নির্দেশনায়, সোমবার (৮ এপ্রিল) হোসেনপুর থানার অফিসার ইনচার্জ নাহিদ হাসান সুমনের নেতৃত্বে ওসি তদন্ত টুটুল উদ্দীনসহ সঙ্গীয় অফিসার ফোর্স হোসেনপুর থানার বিভিন্ন স্থানে চেকপোস্ট পরিচালিত করছে। রেজিস্ট্রেশন বিহীন মোটরসাইকেল, ড্রাইভিং লাইসেন্স, অতিরিক্ত লোকজন নিয়ে মোটরসাইকেল চালানো, দ্রুত গতিতে মোটরসাইকেল চালানো এই বিষয়গুলোর উপরে নজর দিয়ে পুলিশ কাজ করে যাচ্ছে এবং যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।এ ছাড়াও সড়কের নিয়মাবলি সম্পর্কে যাত্রী ও চালকদের দিকনির্দশনা দেয় পুলিশ
পবিত্র ঈদুল ফিতরে হোসেনপুর থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখার জন্য হোসেনপুর থানার পুলিশ নিরলস ভাবে অফিসার ইনচার্জ নাহিদ হাসান সুমন এর নেতৃত্বে কাজ করে যাচ্ছে।
হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন জানান, আইন শৃঙ্খলা উন্নতির লক্ষ্যে পুলিশ সর্বদা তৎপর,সড়কে দূর্ঘটনা রোধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।