
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ২:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৯, ২০২৪, ৫:৫৫ পি.এম
কালিহাতী সমাজ কল্যাণ ফাউন্ডেশনের ঈদ উপহার বিতরণ।

মাহফুজ রাজা,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
ঈদ মানে হাসি ,
ঈদ মানে খুঁশি ,
ঈদ মানেই আনন্দ। ঈদের এই খুঁশি দুঃস্থদের সাথে ভাগাভাগি করতে প্রতিবছরের ন্যায় টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলার "কালিহাতী সমাজ কল্যাণ ফাউন্ডেশন" এর উদ্যোগে এবারও ঈদুল-ফিতর উপলক্ষে ঈদ উপহার বিতরণ করা হয়েছে আর্থিক অসচ্ছল পরিবারের মাঝে।
সোমবার (৮ এপ্রিল)কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের বল্লা, মমিনগর, সোমজানী, কামন্না, বেহেলাবাড়ী, ভড়বাড়ি, বীরবাসিন্দা, রামপুর মালীপাড়া সহ মোট ১০০টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী হিসেবে চাল, সেমাই, চিনি, গুঁড়োদুধসহ খাদ্য সামগ্রী বিতরণ করে কালিহাতী সমাজ কল্যাণ ফাউন্ডেশন। হত-দরিদ্র মানুষগুলো ঈদ উপহার সামগ্রী পেয়ে সবাই অত্যন্ত খুশি।
সংগঠন সংশ্লিষ্ট সকলের জন্য স্বতস্ফুর্ত দোয়া করেণ। এসময় উপস্থিত ছিলেন উক্ত সংগঠনের উপদেষ্টা অভিনেতা সুজন রাজা, সভাপতি চঞ্চল পাল, অর্থ সম্পাদক সাজিয়া,আতিকা ইসলাম ইতি,জাহিদ হাসান, উল্লাস, আলম, নয়ন, চয়ন পাল, নূর ইসলাম, ইউসুফ প্রমূখ।
সংগঠনের উপদেষ্টা অভিনেতা সুজন রাজা বলেন, কালিহাতী সমাজ কল্যাণ ফাউন্ডেশন সেবামূলক একটি সংগঠন, যেকোন দূর্যোগে সমাজ ও মানুষের প্রয়োজনে নিশ্বার্থে কাজ করতে বদ্ধপরিকর।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।