
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ১:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৯, ২০২৪, ২:২৪ পি.এম
শতাধিক মানুষের মাঝে জবি ছাত্রলীগ নেতার সাহরি বিতরণ

রোমান আকন্দ, জবি সংবাদদাতা
শতাধিক ছিন্নমূল মানুষের মাঝে সাহরি বিতরণ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান হামিম।
আজ মঙ্গলবার দিবাগত রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আশেপাশের ছিন্নমূল মানুষের মাঝে সাহরি বিতরণ করেন তিনি।
মফিজুর রহমান হামিম বলেন, মুজিব আদর্শের চেতনা ধারণ ও বিশ্বাস করে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ভাই এবং সুযোগ্য সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান ভাইয়ের দিকনির্দেশনা থেকে অনুপ্রাণিত হয়ে উদ্যোগটি গ্রহণ করেছি। আমি একজন শিক্ষার্থী হিসেবে আমার অনেক সীমাবদ্ধতা এবং সীমিত সামর্থ্য নিয়েও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়াতে পেরে নিজেকে অনেক গর্বিত মনে করছি পাশাপাশি আমি সমাজের বিত্তবান ব্যক্তিদেরকে সমাজের অসহায় দরিদ্র ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানাচ্ছি।
এই তরুণ ছাত্রলীগ নেতা আরও বলেন, সবাই যদি সাধ্য অনুযায়ী মানুষ এবং সমাজের প্রয়োজনে কাজ করে তাহলেই বাংলাদেশকে ক্ষুধা এবং দারিদ্র্যমুক্ত করা সম্ভব।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।