
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ১১:৫০ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৯, ২০২৪, ১০:২৯ পি.এম
কাউনিয়া’য় ‘পুমাক’ এর ঈদ পুর্নমিলনী ও ইফতার মাহফিল

সাইদুল ইসলাম,বিশেষ প্রতিনিধি : পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে রংপুর জেলার কাউনিয়া উপজেলার পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সংগঠন পুমাক (পাবলিক ইউনিভার্সিটি এন্ড মেডিকেল এ্যালামনাই এসোসিয়েশন অবকাউনিয়া) এর উদ্যোগে ঈদ পুর্নমিলনী, বস্ত্র বিতরণ, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৯ এপ্রিল) বিকেলে কাউনিয়া জিন্নাহ্ চম্পা অডিটরিয়াম হল রুমে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
শাহ্ মোবাশ্বারুল ইসলাম রাজুর সভাপতিত্বে ও হুমায়ূন কবির তারার সম্পাদনায় এবং সরকার শামীম আল-মামুন সবুজের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক, পুলিশের এআইজি মোঃ আবু হাসান রানা, ব্যারিষ্টার আনোয়ার হোসেন, প্রফেসর ডক্টর মোঃ ফারুক হোসেন, অধ্যাপক রুয়েট, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবীদ মো.আবু সায়েম, চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ মো. কামরুল হাসান, মোঃ আতাউর রহমান ব্যবস্থাপনা পরিচালক আরিফা ফুড প্রডাক্ট, প্রধান উপদেষ্টা মোহাম্মদ আলী জিন্নাহ্, আবু জামান সরকার, পরিচালক বাংলাদেশ গম ও ভূট্টা গবেষনা ইনস্টিউট দিনাজপুর, মেহবুব হোসেন, আলতাফ, তুহিন, এ্যাড. সাদিকুল ইসলাম প্রমুখ।
ইফতারের আগে উপজেলার হত-দরিদ্র ব্যক্তির মাঝে ঈদবস্ত্র বিতরণ ও দেশ ও বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণ ও বিশ্ব মুসলিম উম্মাহর শান্তিকামনায় মোনাজাত করে ‘সৌহার্দ্য সম্প্রীতির বন্ধন চীর অটুট থাকুক’ এ অঙ্গীকার করে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।