
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ১১:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৪, ২০২৪, ১২:৪৭ এ.এম
কাউখালীতে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব সেতুতে উপচে পড়া ভিড়। পর্যটকদের পার্কের দাবি।

রিয়াদ মাহমুদ সিকদার (কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালীতে বঙ্গমাতা ফজিলাতুন্নেসা মুজিব অষ্টম বাংলাদেশ চীন মৈত্রী সেতু ও সেতুর নিচে সহ চারপাশে ভ্রমণ পিপাসুদের উপচে পড়া ভিড়। নাড়ির টানে বাড়ি ফেরা চার উপজেলার হাজার হাজার মানুষের ঈদ ও নববর্ষের কেন্দ্র হিসেবে বন্ধন করে দিয়েছে মনোমুগ্ধকর পরিবেশ এই বেকুটিয়া সেতু। বিকেল থেকে রাত বারোটা পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার বয়সী পিপাসুদের মিলনমেলায় মুখরিত হয়ে ওঠে এই সেতু। ভ্রমণ পিপাসুদের নিরাপত্তার জন্য উপজেলা প্রশাসন পক্ষ থেকে সার্বক্ষণিক নিরাপত্তা দিয়ে থাকে।
সকল বয়সী নারী-পুরুষের মিলনমেলায় শহরের জীবনের যেকোনো পার্কের চেয়ে এটি ছিল অনেকের কাছেই আকর্ষণীয় উপভোগ একটি স্থান। এখানে শিশু থেকে বৃদ্ধ বাবা মাকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন তাদের সন্তানরা। কাউখালীতে স্থানীয়ভাবে চিত্র বিনোদনের কোন সুযোগ ও পরিবেশ না থাকায় বিশেষ করে শিশুদের বিনোদনের জন্য পরিবারের সদস্যরা তাদের ছেলেমেয়েদের ইচ্ছে পূরণের জন্য একবারের জন্য হলেও উপভোগ করছেন এই বেকুটিয়া সেতু। সেতুটির উপরে উঠলে চারদিকের ঠান্ডা বাতাস শরীরকে শীতল করে ফেলে।
প্রকৃতির শোভা উপভোগ করার জন্য বিকেল গড়িয়ে গভীর রাত পর্যন্ত সময় কাটানোর জন্য সকল উপাদান রয়েছে এখানে। ভ্রমণ পিপাসুদের দাবি একটি পার্কের ব্যবস্থা করা হলে নিরাপদ ভ্রমন ও আনন্দ উপভোগ করা যাবে।
কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লা বলেন, অবিলম্বেই এখানে একটি পাক নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। আমরা উপজেলা প্রশাসন পক্ষ থেকে সার্বক্ষণিক নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করে থাকে। এখানে ভ্রমণ পিপাসুদের পাশাপাশি বিভিন্ন সরকারি কর্মকর্তা ও তাদের পরিবার বিকেল হলেই সেতুর সৌন্দর্য ও সেতুর নিচের বসে কচা নদীর সৌন্দর্য উপভোগ করে থাকেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।