মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর বাঘা উপজেলায় পদ্মা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে।রোববার (১৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের মানিকের চর এলাকায় এ ঘটনা ঘটে।
নিখোঁজরা হলেন- কুষ্টিয়া দৌলতপুর উপজেলার বাংলাবাজার চর এলাকার বাসিন্দা আব্দুল কাশেম মন্ডলের মেয়ে জান্নাতি খাতুন (৯) এবং চুয়াডাঙ্গার জয়দেবপুরের পাটঘাট গ্রামের মনির উদ্দিনের মেয়ে ঝিলিক খাতুন (১০)। নিখোঁজ শিশুদের উদ্ধারে নদীতে নেমেছে রাজশাহী সদর ফায়ার সার্ভিস স্টেশনের একটি ডুবুরি দল।
এ তথ্য নিশ্চিত করেছেন রাজশাহী সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা। তিনি বলেন, খবর পাওয়া মাত্রই ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]