মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহী মহানগরীতে ৮টি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামী মোঃ রবিউল ইসলামকে (৫০) গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (১৪ এপ্রিল) দিনগত রাতে দেবীশিং পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ হুমায়ুন কবির এর নেতৃত্বে এসআই গোলাম মোস্তফা ও সঙ্গীয় ফোর্স। গ্রেফতার নজরুল ইসলাম, বোয়ালিয়া মডেল থানার দেবীশিং পাড়া ৪৪, এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে।
সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ হুমায়ুন কবির। তিনি জানান, ৮টি মামলার সাজাপ্রাপ্ত ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী রবিউল ইসলাম। গ্রেফতার এড়াতে সে দীর্ঘদিন যাবত পালিয়ে ছিলেন।
রবিবার গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, রবিউল ইসলাম দেবিশিং পাড়ায় অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সোমবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]