পিরোজপুর প্রতিনিধি : সন্তান হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে নিহত সাব্বির শেখ এর বাবা-মা। মঙ্গলবার বেলা ১১টায় শহরের টাউন ক্লাবে সড়কে পিরোজপুর জেলার সর্বস্তরের জনগন এর ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে নিহত সাব্বিরের বাবা সুলেমান শেখ ও মা তাদের সন্তান হত্যার বিচার চেয়ে কান্নায় ভেঙ্গে পরেন। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
https://youtu.be/HHvlPwH3uzs
উল্লেখ্য, রবিবার (১৪ এপ্রিল) দুপুরে পিরোজপুর-পাড়েরহাট সড়কের বড়পোল নামক স্থানে একটি মুদি দোকানের কর্মচারী সাব্বির শেখকে (১৭) অসুস্থ অবস্থায় দোকানের মালিক সজীব হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
নিহত সাব্বিরের স্বজনদের অভিযোগ, ঈদের আগের দিন সাব্বির বাড়িতে চলে যায়। ঈদ শেষে সাব্বির কজে আসতে না চাইলে সজীব ও তার শ^শুর শনিবার (১৩ এপ্রিল) সাব্বিরকে বাড়ি থেকে জোড় করে ধরে এনে মারধোর করার কারণে তার মৃত্যু হয়। মৃত্যুর পর পুলিশ হত্যা মামলা না নেয়া ও দোকান মালিক সজীবকে গ্রেফতার না করার কারনে হত্যার সুষ্ঠু বিচার পাওয়া নিয়ে সন্দিহান সাব্বিরের পরিবার।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আসিকুজ্জামান জানায়, প্রাথমিক ভাবে তার গায়ে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের টিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]