
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১১:০১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৭, ২০২৪, ১০:৫৮ পি.এম
জিপির চাঁদা বন্ধ হলেও যাত্রী হয়রানী বন্ধ হয়নি, আদায় করো হচ্ছে অতিরিক্ত ভাড়া

মোঃ আবদুল্লাহ বুড়িচং।।
কুমিল্লা-৫ (বুড়িচং ব্রাহ্মণপাড়া) আসন থেকে নির্বাচিত এমপি আলহাজ্ব মোহাম্মদ আবু জাহের নির্বাচনের পূর্বে কুমিল্লা মিরপুর এমএ গনি সড়কের ভরাসার, বুড়িচং বাজার, বারেশ্বর চৌমুহনী,ব্রাহ্মণপাড়া সদর, চান্দলা, মিরপুর এবং কুমিল্লা-বাগড়া সড়কের শশীদল, শংকুচাই, ফকির বাজারসহ বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন বাজারে অবস্থিত সিএনজি চালিত অটো রিক্সা এবং ব্যাটারি চালিত অটো রিক্সা স্ট্যান্ডের জিপির নামের সকল প্রকার চাঁদা বন্ধ করবেন বলে ওয়াদা করেছিলেন। সেই ওয়াদার আলোকে পহেলা বৈশাখ থেকে সকল প্রকার চাঁদা বন্ধ করে দিয়েছেন। নতুন করে এই স্ট্যান্ড গুলো ইজারা দেওয়া হয় নাই। তিনি তার কথা যথাযথ ভাবে পূর্ণ করলেও ড্রাইভাররা তাদের কথা রাখতে পারে নাই।
বুড়িচং - ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন সড়কে চলাচলকারী সিএনজি চালিত অটোরিক্সা ও ব্যাটারী চালিত অটোরিক্সার ড্রাইভার ও যাত্রীদের একটাই দাবী ছিল জিপির নামের চাঁদা বন্ধ করা। সেই দাবীর প্রেক্ষিতে স্থানীয় এমপি আলহাজ্ব এম এ জাহের সকল প্রকার চাঁদা বন্ধ করে দেন। এতে ড্রাইভারদের সুবিধা বৃদ্ধি পেলেও যাত্রীদের সুবিধা বৃদ্ধি পায় নাই অর্থ্যাৎ ড্রাইভারদের নির্যাতনের হাত থেকে যাত্রীরা রক্ষা পায় নাই। ড্রাইভাররা আগে বিভিন্ন চাঁদার অজুহাত দেখিয়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করতো এবং খারাপ আচরণ করতো। কিন্ত তাদের এবং যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে সকল জিপির চাঁদা বন্ধ করা হলেও অতিরিক্ত ভাড়া আদায় করা বন্ধ করে নাই।
জিপির চাঁদা চলাকালীন কুমিল্লা থেকে বুড়িচংয়ের ভাড়া নির্ধারিত ছিল ৩০ টাকা এবং কুমিল্লা থেকে ব্রাহ্মনপাড়া ৫০ টাকা ভাড়া। জিপির চাঁদাসহ সকল চাঁদা বন্ধ হওয়ার পর যাত্রীদের কাছ থেকে আদায় করা হচ্ছে কুমিল্লা থেকে বুড়িচং ৫০-৬০ টাকা এবং কুমিল্লা থেকে ব্রাহ্মনপাড়া ৮০-১০০ টাকা। যাত্রীদের অভিযোগ ড্রাইভারদের সুবিধা এবং যাত্রীদের সুবিধার জন্য স্থানীয় এমপি এমএ জাহের জিপিসহ সকল চাঁদা বন্ধ করেছে কিন্ত ড্রাইভাররা বিভিন্ন অজুহাত দেখিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছে।
যাত্রী মোঃ আবুল কালাম বলেন, যাত্রীদের উপর চাপ কমানোর জন্য জিপির চাঁদা বন্ধ করা হয়েছে। অথচ যাত্রীদের কাছ থেকে আগের মতোই অতিরিক্ত ভাড়া আদায় করছে। তাহলে জিপির চাঁদা বন্ধ করে কি লাভ হলো।
এই ব্যাপারে বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার বলেন, যাত্রীদের সুবিধা চিন্তা করে আমরা এই বছর জিপির চাঁদাসহ সকল চাঁদা বন্ধ করে দিয়েছি। তারপরও যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়টি নিয়ে স্থানীয় এমপি মহোদয় ওমরাহ হজ্জ থেকে আসার পর ভাড়া নির্ধারনসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবো।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।