সুদীপ দাশ, নিজস্ব প্রতিবেদক, সুনামগঞ্জ:
এই সময়কার জনপ্রিয় সংগীতশিল্পী মতিউর রহমান হাসান (পাগল হাসান) আর নেই। আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ৭ টার দিকে সিলেট-দোয়ারাবাজার সড়কের সুরমা ব্রিজ এলাকায় বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন তিনি।
এসময় নিহত হয়েছেন আব্দুস সাত্তার নামের সাথে থাকা আরও একজন। গুরুতর আহত অবস্থায় ৩ জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেলে প্রেরন করা হয়েছে।
এ ঘটনায় ঘাতক বাসটিকে আটক করেছে ছাতক থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম।
জানা যায়, দোয়ারাবাজার উপজেলার একটি গানের অনুষ্ঠান থেকে ফিরছিলেন পাগল হাসান।
এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যু সংবাদ, ছবি ও ভিডিও প্রকাশ হওয়ায় সংগীতাঙ্গন সহ এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
ফেইসবুকে অনেকেই তার মৃত্যুর সংবাদ প্রকাশ করে শোক জানিয়েছেন। কণ্ঠশিল্পী লায়লা লিখেছেন, “প্রকৃতির নিয়মে আমাদের সবারই চলে যেতে হবে একদিন। কিন্তু এত আগে আর এইভাবে চলে যাওয়াটা কিছুতেই মানতে পারছিনা পাগল হাসান ভাই। এটা কি হয়ে গেল!!
পাগল হাসানের বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলার শিমুলতলা গ্রামে। সুরকার গীতিকার ও কণ্ঠশিল্পী হিসেবে সংগীতাঙ্গনে বেশ পরিচিতি ছিল তার। শ্রোতাদের মধ্যেও ছিল জনপ্রিয়তা। তার লেখা গান গেয়েছেন আসিফ আকবর, লায়লা, গামছা পলাশ, লালন ব্যান্ড শিল্পী সুমি সহ দেশের অনেক জনপ্রিয় কণ্ঠশিল্পীগণ।
আসমানে যাইও না রে বন্ধু, জীবন খাতা, আমার বাড়ি রইল নিমন্ত্রণ, আমি জ্বইলা মরি, পাপিষ্ঠ বান্দা, মন শিকারী, পিরিত করা প্রাণে মরা সহ শত গান সৃষ্টি করেছেন পাগল হাসান।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]