
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ১১:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৯, ২০২৪, ১২:১৭ এ.এম
পেকুয়া হাসপাতালের টয়লেট থেকে উদ্ধার হওয়া নবজাতকের দত্তক নিলেন মিনারা দম্পত্তি

মোঃ আজিজুল হক, পেকুয়া
কক্সবাজারের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টয়লেটে থেকে উদ্ধার হওয়া ফুটফুটে নবজাতকের দত্তক নিলেন একই হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মিনারা দম্পতি।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা শিশু কল্যাণ কমিটির বৈঠকে সর্বসম্মত সিদ্ধান্তক্রমে মিনারা দম্পতির কাছে দত্তক প্রদান করেন।
শিশু কল্যাণ কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে শিশুটিকে দত্তক নিতে ১৫ টি আবেদন জমা পড়েন। এর মধ্যে প্রবাসী, ব্যবসায়ী, চাকরীজীবী, রাজনৈতিক ও দিনমজুর আবেদন করেন।
আবেদনকারীদের স্ব শরীরে স্বাক্ষাৎকার নিয়ে যাচাই বাচাই শেষে কমিটির সর্বসম্মত সিন্ধান্ত ক্রমে মিনারা দম্পতিকে উপযুক্ত মনে করে দত্তক প্রদান করেন। মিনারা খাতুন পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত জৈষ্ট সেবিকা (নার্স)। তিনি নিঃসন্তান এবং সন্তান হওয়ার সম্ভবনাও নেই বলে জানা যায়।
দত্তক পেয়ে সেবিকা মিনারা বলেন, মহান আল্লাহর দয়ায় আমার সন্তান হওয়ার সম্ভাবনা নাই বিধায় আমি খুবই অসহায়ত্বের মাঝে দিন যাপন করছিলাম। আজ আবার মহান দয়ায় সন্তানের 'মা' হিসাবে দায়ীত্ব পেলাম। আমি আমার জীবনের সব কিছু দিয়ে এ শিশুটিকে পরিপূর্ণ মানুষ হিসাবে গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ।
এ সময় উপজেলা শিশু কল্যাণ কমিটির সভাপতি ও পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রূম্পা ঘোষ, পেকুয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ ইলিয়াস, বীর মুক্তিযোদ্ধা এডভোকেট কামাল হোসেন,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুজিবুর রহমান, সমাজ সেবা কর্মকর্তা জাহাঙ্গীর আরিফ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বাবুল আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
নবজাতক কন্যা সন্তানটি পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিল।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।