পিরোজপুর প্রতিনিধি: বাগেরহাট জেলার মোড়েলগন্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনয়িনের ছোট কুমারখালী গ্রামের বেলায়েত হোসেন শেখ (তাগারী বেলায়েত) এর মেয়ে আফসানা আক্তার (২৫) এর বিরুদ্ধে একাধিক বিয়ের নামে প্রতারনার অভিযোগ উঠছে।
জানা গছে, আফসানা আক্তার পিরোজপুর সদরে ২ টি বিয়ে সহ ঢাকা আঁগারগাও বরিশাল সহ র্সবমোট ৪ টি বিয়ে করেছেন।
অনুসন্ধান করে জানা যায়, প্রতিটি বিয়েতে সে কুমারি বলে এবং মোটা অঙ্করে দেনমোহর নিয়ে এসমস্ত বিয়ে করেছেন। আফসানা ঢাকা আঁগারগাও এ মিরাজ নামের এক ছেলেকে বিয়ে করে মিরাজ সহ তার পরিবারের বিরুদ্ধে মামলা দিয়ে কয়েক লক্ষ টাকা হাতিয়ে নিয়ে ঐ পরিবারকে র্সবশান্ত করে দিয়েছেন।
এছারা পিরোজপুর শংঙ্করপাসা ইউনিয়নের দক্ষিন শংকরপাশা গ্রামের রাড়িবাড়ি স্টানের মোস্তফা মোল্লার ছেলে আলামিন মোল্লাকে বিয়ে করে হয়রানি করে নগদ ৬ লক্ষ টাকা হাতিয়ে নয়ে।
আলামিন নাজিরপুর উপজেলা সমাজ সেবা অধিদপ্তরে চাকরীরত অবস্থায় তার সংসার থেকে পালিয়ে বরিশালের মাহাবুব নামের এক ছেলের সাথে সর্ম্পকে জড়িয়ে পরে। এর পরে মাহাবুবের সাথে পালিয়ে গিয়ে তিন মাসের অন্তসত্তা হয়ে পরে। এরপর আফসানার পিতা বেলায়েত সেখান থেকে মেয়েকে এনে আলামিনের নামে হয়রানমিূলক বাগেরহাট র্কোট সহ বিভাগীয় মামলা দিয়ে ৬ লক্ষ টাকার বিনিময়ে আলামিনের সাথে তালাক প্রদান করান।
এছারাও আফসানা পিরোজপুরে পৌর এলাকার শিকারপুরের মাহামুদ হোসেনকে চাকরি দেয়ার নাম করে ৪ লক্ষ টাকা দেনমোহর র্ধায করে বিয়ে করে এবং অভিনব কায়দায় নগদ ছয় লক্ষ টাকা আত্মস্বাৎ করনে। আফসানা বিয়ের পরে স্বামীর বাড়িতে না থাকার কৌশল করে বাবার বাড়িতে গিয়ে প্রেম পরকিয়া লিপ্ত হয় বলে জানান মাহামুদ।
তিনি অভিযোগ করে আরও বলনে, এ সমস্ত অপর্কমের নপেথ্যে রয়েছেন পিরোজপুরে শহরের এক ব্যবসায়ী প্রভাবশালি ব্যক্তি। আফসানার ছোট চাচা জামাল শেখ ও তার বউ, সহ মেজ বোন ও বোনের স্বামী সহ তার ছোট খালা শিমুল ও রিক্সাচালক খালু সোহেলের প্রকাশ্য সহযোগীতায় এসমস্ত র্কমকান্ড করে আসছেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]