মুলাদী প্রতিনিধিঃ বরিশালের মুলাদী উপজেলায় ইয়ুথ ফোরাম সোসাইটি বরিশাল জেলা কমিটির আয়োজনে, শালিণ্য স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন বরিশালের সহযোগিতায় নানান সামাজিক কর্মসূচী পালন করছে। শালিণ্য সম্পাদক কিশোর চন্দ্র বালা তিন দিনের সাংগঠনিক সফরে এসে মুলাদী বন্দর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কিশোর কিশোরীদের নিয়ে প্রজনন স্বাস্থ্য সুরক্ষা বিষয়ক সেমিনার, সদস্যদের নিয়ে পাঠক সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পরিবেশ সংরক্ষণে জনসচেতনতামূলক চিত্র প্রদর্শন করে নয়া ভাঙ্গনী নদীর পাড়ে ক্লাইমেট স্ট্রাইক করে স্থানীয় শিশু ও যুবরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুলাদী প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ নজিবুর রহমান ভূঁইয়া কামাল, বিশেষ অতিথি ছিলেন ইয়ূথ ফোরাম বরিশাল জেলার সাংস্কৃতিক সম্পাদক সুবর্ণা দাস তুলি, কিশোর কিশোরী ক্লাবের সংগীত প্রশিক্ষক প্রমিলা পাল, জেন্ডার প্রোমটার শামসুন্নাহার সুমা, মুলাদী কলেজের রোভারমেট আহনাফ রহমান ভূঁইয়া, মাহিলাড়া কলেজের সিনিয়র রোভারমেট পার্থ বাড়ৈ ও শালিণ্য শিশু শিক্ষার্থী অম্লান মজুমদার অর্নব। মুলাদী খাশেরহাট গুচ্ছগ্রামের ভূমিহীন পরিবারের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সাথে মতবিনিময়।
এ সময় স্থানীয় জনগণের সাথে ডায়লগ সেশন করেন ইয়ূথ ফোরাম বরিশাল বিভাগের সভাপতি কিশোর চন্দ্র বালা। এ সময় এলাকার জনসাধারণ তাদের অনুন্নত রাস্তাঘাট, জীবিকার অনিশ্চয়তা, শিশুর জন্য মানসম্মত স্কুল না থাকা, স্বাস্থ্যসেবার ব্যবস্থাসহ নানান সংকট নিয়ে আলোচনা করেন এবং স্থানীয় প্রশাসনের সহযোগীতার জন্য অনুরোধ জানান। মুলাদীতে সাংস্কৃতিক অনুষ্ঠান, জলবায়ু অবরোধ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর সাথে আলোচনা সভা করে শালিণ্য স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]