
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ১:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২০, ২০২৪, ১:১৪ পি.এম
কাউখালীতে রেনু ও পোনা মাছ নিধনের মহোৎসব চলছে।

কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালীতে বিশেষ ধরণের ছোট ফাঁসের জাল, চর গড়া, বেড জাল দিয়ে অবাধে রেনু ও পোনা মাছ নিধনের মহোৎসব চলছে। সরকারি নিয়ম নীতিমালা তোয়াক্কা না করে প্রশাসনের নাকের ডগায় উপজেলার কচা, সন্ধ্যা, কালিগঙ্গা, গাবখান ও চিরাপাড়া নদী এবং নদীগুলোর শাখা-প্রশাখায় একশ্রেণির অসাধু জেলেরা অবাধে দেশীয় প্রজাতির মাছের রেনু ও পোনা ধ্বংস করছে। আগে এসব রেনু ও পোনা নিধন করলেও হাটে-বাজারে প্রকাশ্যে বিক্রি করতে দেখা যেত না। বাড়ি বাড়ি রাতের আধারে তারা বিক্রি করতো। এখন তারা হাট-বাজারে প্রকাশ্যে ও মাথায় ঝুড়ি-ঢালা নিয়ে দেশীয় গুড়া মাছ ও ইলিশের পোনা বিক্রি করায় মেতে উঠেছে। অথচ কম্বো অভিযানের জন্য টাকা বরাদ্দ থাকলেও প্রশাসনের এই সমস্ত অভিযানের বিষয়ে কোন মাথা ব্যাথা নেই বলে অনেকে অভিযোগ করেন।
বিশেষজ্ঞরা জানান, যেসব নদ-নদী থেকে অসাধু জেলেরা পোনা ও রেনু নিধন করছে সেইসব নদ-নদীর দেশীয় প্রজাতির মাছ হারিয়ে যাবে। ফলে এসব এলাকার মানুষ আমিষ থেকে বঞ্চিত হবে এবং পুষ্টিহীনতায় ভূগবে। উপজেলার চিড়াপাড়া ব্রিজ, সোনাকুর, আমরাজুড়ী, পাঙ্গাসিয়া, জোলাগাতী, সয়নাসহ উপজেলার বিভিন্ন স্পটে বিক্রি মহরা চলছে। ক্রেতারা সহজেই ২০০-৩০০ টাকা কেজিতে এসব পোনা ও ছোট মাছ ক্রয় করতে পারছে বিধায় তারা কোন প্রতিবাদ করছে না।
এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা হাফিজুর রহমান জানান, মনিটরিং ও সচেতনতা বৃদ্ধি করেও অবাধে এসব ছোট মাছ ও পোনা মাছ ধরা ও বিক্রি বন্ধ করা যাচ্ছে না। আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।