ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনের মধ্য দিয়ে গঙ্গা দেবীর মন্দিরে চড়ক পূজা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে পৌর শহরের টাংগন নদীর পশ্চিম তীরে এই পূজার আয়োজন করা হয়।
পূজো উপলক্ষে মন্দির প্রাঙ্গণে বসেছিল গ্রামীণ মেলায়। ভক্তদের ঢল ছিল চোখে পড়ার মতো। মিলন মেলায় পরিণত হয়েছে পুরো মন্দিরে এলাকা।
এ সময়ে মন্দির প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয় গঙ্গা দেবী মন্দিরের সভাপতি সুকুমার দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন।
জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখর কুমার রায়, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, পৌর পুজো উদযাপন পরিষদের সভাপতি গোবিন্দ ঘোষ, পৌর মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি রোমা ঘোষ, গঙ্গা দেবী মন্দিরের সহ-সভাপতি স্বপন দাস, সহ-সাধারণ সম্পাদক জয় মহন্ত অলকসহ অন্যান্যরা। এবারের পূজায় পূজারী ও দেহরি ছিলেন বিপুল চন্দ্র সরকার ও চরকে ছিলেন সুনীল বর্মন।
মন্দির কমিটির সভাপতি সুকুমার দাস বলেন, দীর্ঘদিন ধরে এই গঙ্গা দেবীর মন্দিরে চড়ক পূজা করে আসছি। এই পূজার অনুষ্ঠানটি বাংলা নববর্ষ উপলক্ষে হয়ে থাকে। প্রতিবছরই গঙ্গা দেবীর মন্দিরে চরক ঘোরানো হয়। ঠাকুরগাঁও শুধু নয় আশপাশের বিভিন্ন জেলা থেকেও অনেক ভক্তদের সমাগম হয় এই গঙ্গা দেবীর মন্দিরে। সহযোগিতার অভাবে অনেক কার্যক্রম বন্ধ রয়েছে সকলের সহযোগিতা পেলে মন্দিরটি আরো সুন্দর করে সাজানো সম্ভব।
অনুষ্ঠান শেষে সন্ধ্যায় ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হয় পূজার আনুষ্ঠানিকতা।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]