মোঃ হারুন-উর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর) থেকে;
দিনাজপুরের ফুলবাড়ী লিজেন্ট ক্রীকেট টুর্ণামেন্ট সিজন-২ এর ফাইনাল খেলায় জিরো সেভেন টাইটেলসকে ৫ উইকেটে হারিয়ে হ্যাপি গার্মেন্টস ক্রীকেট দল চ্যাম্পিয়ন হাওয়া গৌরব অর্জন করেন।
গত ২২ ডিসেম্বর ২০২৩ সালে ১০টি দল নিয়ে শুভ উদ্বোধন হওয়া লিজেন্ট ক্রীকেট টুর্ণামেন্ট সিজন-২ ফাইনাল খেলা গত ২০ এপ্রিল শনিবার বিকাল ৩টায় ফুলবাড়ী সরকারী কলেজে মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান মিল্টন। এসময় লিজেন্ট ক্রীকেট টুর্ণামেন্ট সিজন-২ এর আয়োজক কমিটির সভাপতি অমিত সরকার, সাবেক কাউন্সিলর নুরুজ্জামান, হ্যাপি গার্মেন্ট এর মালিক রোমান আলীসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় টস জিতে ফিল্ডি নেন হ্যাপি গার্মেন্টস প্রথম ইনিংসে জিরো সেভেন টাইটেলস ১৮.৩ অভারে সব উইকেট হারিয়ে ১২৬ রান সংগ্রহ করেন। জবাবে দ্বিতীয় ইনিংসে ১৩.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩০ রানের সংগ্রহ করে হ্যাপি গার্মেন্টস চ্যাম্পিয়ন হন। পরে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরন করেন অতিথিবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]