স্টাফ রিপোর্টার: ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার রুহিয়া থানায় মানবিক সংগঠন প্রচেষ্টা হাসিমুখ এর শুভ উদ্বোধন এবং নতুন কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৯-০৪-২০২৪ ইং রোজ শুক্রবার মানবিক সংগঠন প্রচেষ্টা হাসিমুখ এর আয়োজনে রুহিয়া ১ নং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনিরুল হক (বাবু),র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রুহিয়া থানা আওয়ামী লীগ সম্পাদক আবু সাঈদ বাবু (চিকন বাবু)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ১ নং রুহিয়া ইউনিয়ন আওমীলীগ সাধারণ সম্পাদক দুলাল রব্বানী, ১নং রুহিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হাসিনুর রহমান, রুহিয়া থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, রুহিয়া কুচিশহর বাহরুল উলুম ক্বাওমি মাদ্রাসার মোহতামিম হারুন উর রশিদ, SLI CL রুহিয়া মেট্রো ইউনিট ম্যানাজার শাহজালাল, গেস্ট অফ অনার রুহিয়া ছালেহিয়া দারুসুন্নত ফজিল মাদরাসার সিনিয়র সহকারী অধ্যাপক জনাব, মফিজুল ইসলাম। শেষে, রেজওয়ান কারিম সরকারও মোঃ জায়েদ হাসান (জিয়াদ) এর পরিচালনায় ”প্রচেষ্টা হাসিমুখ” সংগঠনের কমিটি গঠন করা হয়।
উক্ত কমিটির প্রতিষ্ঠাতা হিসেবে রেজওয়ান কারিম সরকারকে নির্বাচিত করে নবনির্বাচিত কমিটির সভাপতি, জায়েদ হাসান (জিয়াদ), সহ- সভাপতিঃ জিল্লুর রহমান, সাধারণ সম্পাদকঃ হাবিবে কাউসার কে অধিষ্ঠিত করে আগামী ২৬-০৪-২০২৪ ইং রোজ শুক্রবার পূর্ণাঙ্গ কমিটি গঠন করার প্রত্যয় ব্যক্ত করেন সংগঠনের সকল নেতা কর্মী নেতৃবৃন্দ।
উল্লেখ্য, উক্ত সংগঠনটির মূল লক্ষ্য মানবসেবা প্রদানের জন্য। সংগঠনের নেতা কর্মী ও নেতৃবৃন্দরা বলেন অসহায় মানুষ এর পাশে থাকা আমাদের কাজ মানুষ ক্ষতিগ্রস্ত বিপদগ্রস্ত হলে সহযোগিতা করা অসহায় মানুষের আর্থিক সহযোগিতা করা, খাবার-দাবার, চিকিৎসা সেবা, রক্তদান, এতিম বাচ্চাদের কাপড় বিতরণ ও খোজ খবর নেওয়া, নামাজ, রোজা, হজ, যাকাতের মতো অসহায় মানুষের পাশে থাকা একটি ইবাদত।
এতিম অসহায় বাচ্চাদের আর্তনাদ! তাদের কষ্ট লাঘব করা অসহায়ত্বের খবর নেয়া যখন জরুরি প্রয়োজনে ১ জন মায়ের বা ভাইয়ের রক্তের প্রয়োজন হয় আমরা মানুষের পাশে থাকা আমাদের প্রতিদিনের কিছু ব্যয়ের অংশীদার সেসব অসহায় গরিবদের করতে! আমারা অবশ্যই পারব সে লক্ষ্য নেই আমাদের সংগঠনের আগামীর পথচলা।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]