
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১১:০১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২২, ২০২৪, ৯:১৭ পি.এম
হিজলায় আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

হিজলা প্রতিনিধি:: বরিশালের হিজলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বড়জালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এনায়েত হোসেন হাওলাদার এবং তার দুই ছেলের মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগ, বড়জালিয়া ইউনিয়ন পরিষদ ও বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির ব্যানারে সকাল ১১ টায় উপজেলা পরিষদ মাঠে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
জানা যায়, গত জানুয়ারি মাসের ১৬ তারিখে বরজালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আহসান হাবীব হিরন হাওলাদার গ্রুপের সাথে এনায়েত হাওলাদার গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষ মারামারি হয়, এ ঘটনায় আহসান হাবীব হিরন হাওলাদার বাদী হয়ে এনায়েত হাওলাদার এবং তার দুই ছেলে জিদান হাওলাদার, আম্মান হাওলাদারসহ ১১ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়, গতকাল রবিবার সেই মামলায় আদালতে হাজিরা দিতে গেলে এনায়েত হাওলাদার এবং তার দুই ছেলেকে আদালত জামিন নামঞ্জুর করে জেলহাতে প্রেরণ করেন।
তারই প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধনে সভাপতিত্ব করেন উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান মোসাম্মৎ নাজমা বেগম। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য ও গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপাধ্যক্ষ সাজাহান তালুকদার, হরিনাথপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তৈফিকুর রহমান, মেমানিয়া ইউনিয়ন চেয়ারম্যান নাসির উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাস্টার ইসমাইল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক সরদার, সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট ( অবঃ) হাফিজ মাহমুদ , কৃষকলীগের সভাপতি গোলাম মহিউদ্দিন মিন্টু, ছাত্রলীগের সভাপতি সুলাইমান হোসেন শান্ত, ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির বরিশাল জেলা শাখার সাধারন বাবুল মীরসহ বিভিন্ন শ্রেণী পেশার জনগণ সহয়োগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।