
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ১১:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৩, ২০২৪, ৩:৪৪ পি.এম
কাউখালীতে অবৈধ জাল দিয়ে মাছ ধরার অপরাধে তিন জেলেকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালীতে অবৈধ বাঁধা জাল দিয়ে মাছ ধরার অপরাধে তিন জেলেকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ২২ এপ্রিল সোমবার রাতে উপজেলার কালিগংগা নদীতে কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল মোল্লার নেতৃত্বে নৌ পুলিশের সহায়তায় এক ঝটিকা অভিযান করে অবৈধ জাল দিয়ে মাছ ধরার অপরাধে তিন জেলেকে আটক করে। আটককৃত জেলেদের মৎস্য রক্ষা ও সংরক্ষণ ১৯৫০ এর ০৩ ধারায় ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
আদালত পরিচালনা করেন, কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল মোল্লা। কারাদণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের ধাবরী গ্রামের আব্দুল আউয়ালের ছেলে সাব্বির হোসেন, আমজাদ হোসেনের ছেলে মোঃ রুবেল ও লতিফ সরদারের ছেলে রাজু সরদার।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।