বোদা উপজেলা প্রতিনিধি, পঞ্চগড় ।।
পঞ্চগড় জেলার বোদা উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ৫০ জন অদম্য মেধাবী শিক্ষার্থীর হাতে হিরো উমেন স্কলারশীপ শিক্ষাবৃত্তি তুলে দেয়া হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বোদা উপজেলা নিবার্হী অফিসার মো. শাহরিয়ার নজির প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ শিক্ষাবৃত্তির অর্থ তুলে দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী মো. আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে উমেন এন্ডিং হাঙ্গার নারী সংগঠনের সম্পাদিকা মালেকা বেগম, শিক্ষার্থীদের অভিভাবক মো. আব্দুর রশিদসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশনের সমন্বয়কারী অনিল শর্মা।
‘‘ওঠো, জাগো, শিক্ষায় গড়ো বিকশিত ভবিষ্যৎ’’ এই স্লোগানকে বুকে ধারণ করে এবং নারী শিক্ষাকে এগিয়ে নিতে স্থানীয় নারী সংগঠন উমেন এন্ডিং হাঙ্গার ও ইয়ূথ এগেইনস্ট হাঙ্গার যৌথ আয়োজনে, স্বেচ্ছাব্রতী সংগঠন বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন এর সহযোগিতায় এই শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
প্রত্যন্ত অঞ্চলের এসব সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মেয়েরা যাতে কোন বাধা বিপত্তি ছাড়াই স্বতঃস্ফূতভাবে পড়াশোনা চালিয়ে যাতে পারে, ভবিষ্যতে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখতে পারে সেই লক্ষ্যেই এই শিক্ষাবৃত্তি প্রদান করা হচ্ছে।
শিক্ষাবৃত্তি অনুষ্ঠানে স্কুল পর্যায়ে ২৫ জন এবং কলেজ পর্যায়ে ২৫ জন মোট ৫০ জন শিক্ষার্থীকে হিরো উমেন স্কলারশীপ শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।
অনুষ্ঠানে স্কুল পর্যায়ে প্রত্যেক শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হয় এক হাজার দুইশত টাকা এবং কলেজ পর্যায়ের প্রত্যেক শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় এক হাজার পাঁচশত টাকা করে। প্রতিবছরে চারবার অর্থাৎ তিন মাস পর পর এই বৃত্তি দেওয়া হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]