
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ৮:৫৬ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৩, ২০২৪, ৬:২৩ পি.এম
ময়মনসিংহের শ্রেষ্ঠ ওসি ভালুকার শাহ কামাল

ওমর ফারুক তালুকদার, ভালুকাঃ-
ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মো. শাহ্ কামাল আকন্দ। সোমবার দুপুরে ময়মনসিংহ পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা ওসি শাহ্ কামাল আকন্দের হাতে ওই সম্মাননা ক্রেস্ট ও সনদ প্রদান করেন।
গুরুত্বপূর্ণ মামলার মূল রহস্য উদঘাটন, চোরাই মালামাল উদ্ধার, মাদক উদ্ধার, থানা এলাকার আইন-শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাসহ সেবা মূলক কার্যক্রম বিষয়ে অবদান রাখায় ওসি শাহ্ কামাল আকন্দকে এ সম্মাননা প্রদান করা হয়।
এছাড়া জেলা পুলিশের ওই মাসিক কল্যান সভায় মামলা তদন্তে জেলার শ্রেষ্ঠ এস আই হিসেবে ভালুকা মডেল থানার এস আই নজরুল ইসলাম ও এস আই মো. আবুল কালাম আজাদ ও জেলায় শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী এএসআই হিসেবে পাইলট ভৌমিককে সম্মাননা স্মারক ও সনদ প্রদান করা হয়।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ্ কামাল আকন্দ বলেন, পুরস্কার সবসময় দায়িত্ববোধকে বাড়ায় এবং সেবামূলক কর্মকাণ্ডে আরও উৎসাহ বৃদ্ধি করে। এ পুরস্কার ভালুকা মডেল থানার সকল সহকর্মীদের অবদান। সকলের সগযোগীতায় ভালুকাবাসীকে সেবা ও নিরাপত্তা প্রদান করতে চাই।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।