
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ১১:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৩, ২০২৪, ৯:২৪ পি.এম
ঐক্য-বন্ধনের উদ্যোগে কৃষকদের মাঝে বোতলজাত পানি ও খাবার স্যালাইন বিতরণ

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
যশোর জেলার মনিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের হেলেঞ্চি মাঠে কর্মরত কৃষকদের মাঝে পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়েছে।
আজ মঙ্গলবার (২৩ শে এপ্রিল) দুপুরে স্বেচ্ছাসেবী সংগঠন ঐক্য-বন্ধনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপদেষ্টা সদস্য আসানুর রহমান, প্রতিষ্ঠাতা মোঃ মাহমুদুল হাসান সোহাগ, সদস্য: আশিকুজ্জামান, রত্ন রাজ, রাসেল হোসেন রায়, ফরহাদ হাসান, হৃদয় হোসেন, ফরহাদ ইসলাম, মানজুরুল তন্ময়, গোলাম রসূল, নিয়ামুল ইসলাম, শাহেদ হাসান প্রমুখ।
এবিষয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ মাহমুদুল হাসান সোহাগ বলেন, যশোরসহ সারাদেশে তীব্র তাপ দাহ প্রবাহিত হচ্ছে। এর মধ্যে যশোর তাপমাত্রার তীব্রতা অন্যান্য জেলার থেকে বেশি কিন্তু তারপরও কৃষকরা জীবন ও জীবিকার তাগিদে মাঠে ধান কাটছেন। আমরা পানি ও খাবার স্যালাইন বিতরণ করে তাদেরকে সচেতন করার চেষ্টা করছি । আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য গতকাল এ সংগঠনের পক্ষ থেকে অর্ধ শতাধিক কৃষকের মাঝে বোতলজাত খাবার পানি ও স্যালাইন বিতরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।