
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৪, ২০২৫, ১১:৪৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৩, ২০২৪, ৯:৩১ পি.এম
ব্রাহ্মণপাড়ায় ভ্রাম্যমান আদালতে এক ড্রেজার ব্যবসায়ীকে জরিমানা

মোঃ অপু খান চৌধুরী।।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় অবৈধ ড্রেজার মেশিন চালানোর অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার বিকাল ৫টায় উপজেলার সদর ইউনিয়নের নাইঘর গ্রামে অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। এসময় ড্রেজার মেশিন জব্দ ও বিনষ্ট করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকালে উপজেলা সদরের নাইঘর গ্রামে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ড্রেজার মেশিন চালানোর অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভবিষ্যতে এধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও প্রশাসন সূত্রে জানা যায়।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।