মাসুদ রানা রাব্বানী, রাজশাহী: রাজশাহীর পুঠিয়া হতে ১৯৬ বোতল ফেন্সিডিলসহ মোঃ সোহাগ আলী (২১) নামে একজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৫।
এসময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়। রোববার (২১ এপ্রিল) রাত সাড়ে ১১টায় পুঠিয়া থানাধীন বালিয়াঘাটি সোনারপাড়া হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মাদক কারবারী মোঃ সোহাগ আলী রাজশাহী জেলার চারঘাট থানাধীন পশ্চিম বালিয়াডাঙ্গা গ্রামের মোঃ ফিরোজ আলীর ছেলে।
সোমবার (২২ এপ্রিল) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র্যাব। র্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারা যায় একজন মাদক কারবারী মোটরসাইকেল যোগে অবৈধ মাদকদ্রব্যসহ রাজশাহী জেলার চারঘাট থানাধীন তাতারপুর গ্রাম হতে বালিয়াঘাটি সোনারপাড়া গ্রামের ভিতর দিয়ে পুঠিয়ার দিকে যাচ্ছে।
এমন তথ্যের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১১টায় বালিয়াঘাটি সোনারপাড়া জামে মসজিদের পূর্বে কাঁচা রাস্তার উপর পৌঁছে চেকপোষ্ট পরিচালনা করে মাদক কারবারী মোঃ সোহাগ আলীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থাকা প্লাস্টিকের বস্তায় আপেলের কার্টুনের ভিতরে অভিনব কায়দায় লুকায়িত ১৯৬ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয় ও ফেন্সিডিল পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
র্যাব আরও জানায়, মোঃ সোহাগ আলী একজন পেশাদার মাদক কারবারী। সে দীর্ঘদিন যাবত অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে বিভিন্ন কায়দায় রাজশাহী জেলার পুঠিয়া থানার বিভিন্ন এলাকায় বিক্রয় ও সরবরাহ করে আসছে। গ্রেফতার মাদক কারবারীর বিরূদ্ধে রাজশাহী জেলার পুঠিয়া থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]