
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৫, ২০২৫, ১১:০১ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৮, ২০২৪, ৫:১২ পি.এম
আ’লীগের প্রবীণ নেতা হাফিজ মেম্বর আর নেই

মোঃ আখতার হোসেন হিরন
সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের সলঙ্গায় বনবাড়িয়া গ্রামের মরহুম মোহাম্মদ আলী মাস্টারের বড় ছেলে সলঙ্গা ইউনিয়ন আ'লীগের সিনিয়র সহ-সভাপতি,বনবাড়িয়া পাবলিক উচ্চ বিদ্যালয়ের সভাপতি, সাবেক ইউপি সদস্য স.ম হাফিজুর রহমান (৭০) আর নেই। গতরাতে অসুস্থজনিত অবস্থায় মৃত্যু বরণ করেছেন ইন্নানিল্লাহে--রাজিউন।
এমন প্রবীণ একজন রাজনৈতিক, সামাজিক, গ্রামের সকল মসজিদ মাদ্রাসার উন্নয়নকারীর মৃত্যুর খবরে অত্র এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের নামাজে জানাযা রবিবার সকাল ১০টায় বনবাড়িয়া নূরানী মাদ্রাসায় অনুষ্ঠিত হয়ে সামাজিক কবরস্থানে দাফন সম্পূর্ণ হয়েছে। মরহুমের শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন উল্লাপাড়া আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শফিকুল ইসলাম (শফি) এমপি। সলঙ্গা থানা আ'লীগের পক্ষে মরহুমের রাজনৈতিক জীবন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা ও শোকাহত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেন থানা আ’লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান (লাভু)।
এসময় উপস্থিত থেকে মরহুমের বর্ণাঢ্য জীবনের উপর সংক্ষিপ্ত আলোচনা করেন সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমান সরকার, মোক্তার হোসেন সাগর, ইউনিয়ন আ'লীগের সভাপতি আকমল হোসেন বাদশা, অত্র গ্রামের পক্ষ থেকে আলোচনা করেন ওয়ার্ড আ'লীগের সভাপতি আজিজুল হক মাস্টার। মরহুমের জানাজায় অত্র এলাকার সকল সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক, আলেম ওলামায়েকেরাম সহ হাজারও মুসুল্লিগণ অংশ গ্রহণ করেন।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।