ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর থানায় মামলা করে পালিয়ে বেড়াচ্ছে আলম হোসেন (২৮) নামের এক যুবক।
শনিবার (২৭ এপ্রিল) গণমাধ্যমের কাছে নিজের অসহায়ত্বের কথা তুলে ধরেন ঠাকুরগাঁও সদর উপজেলার কহরপাড়ার বাসিন্দা আলম হোসেন।
মামলার আসামিরা হলো, ঠাকুরগাঁও রোড এলাকার মনির মিঞার ছেলে নওশাদ, বুলু মিঞার ছেলে আব্দুল্লাহ, আমিনুল ইসলামের ছেলে আরিফ ও জুলফিকার মিঠু সহ ৭ জান অজ্ঞাত।
ভুক্তভোগী সূত্রে জানা গেছে, গত ১১ এপ্রিল ঈদের দিন সকালে নিজের মটর সাইকেল ছিনতাই ঠেকাতে গিয়ে হামলার শিকার হয় আলম। সেসময় পুলিশে কল দিয়ে পুলিশি সহায়তা চাইলে আহত অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় আলম বাদি হয়ে ঠাকুরগাঁও সদর থানায় একটি মামলা করলেই বাধে বিপত্তি। এর পর থেকেই বিভিন্ন হুমকি ধামকি আসতে থাকে আলমের উপরে। মামলা করার কারনে পালিয়ে বেড়াচ্ছেন তিনি।
ভুক্তভোগী আলম হোসেন বলেন, আমাকে রোড এলাকার কিছু যুবক হামলা করে। এই ঘটনায় পুলিশ আমাকে উদ্ধার করে। তবে মামলা করার পর থেকে আমি বাসায় থাকতে পারছিনা। আমার ব্যবসা প্রতিষ্ঠানে যেতে পারছিনা। তারা আমাকে মেরে ফেলতে চাইছে। যারা আমাকে হামলা করেছিল তাদের ৪ জনকে চিনি। এদের সবার নামে আগে থেকেই থানায় পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, অপহরণ সহ বিভিন্ন মামলা রয়েছে।
হামলা ও মামলার সত্যতা নিশ্চিত করে ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ ওয়াহিদ জানান, এই ঘটনায় মামলা আমলে নেয়া হয়েছে। দোষীদের দ্রুতই আইনের আওতায় নেয়া হবে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]