নুরুন নাহার বেবী সিলেট
সিলেটের তাপমাত্রা এত কম কেন ? এ ব্যাপারে আবহাওয়া অধিদপ্তরের সিলেট বিভাগের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইনের সঙ্গে যোগাযোগ করে।
তিনি বলেন, এটি মূলত সিলেটের ভৌগোলিক কারণের জন্য। সিলেটের ভৌগোলিক অবস্থানটা এমন যে, একপাশে পাহাড়বেষ্টিত এবং আরেক পাশে বিস্তীর্ণ হাওড়াঞ্চল। এই মৌসুমে বাতাস আসে পশ্চিম, উত্তর-পশ্চিম থেকে। পশ্চিম, উত্তর-পশ্চিমের বাতাসে অনেক জলীয় বাষ্প থাকে। এই জলীয় বাষ্পকে শীতলকরণে ভূমিকা রাখে হাওড়াঞ্চল।
এই জলীয় বাষ্প বাকিটা শীতল হয় সিলেটের পূর্বদিকে থাকা বড় বড় পাহাড়ের কারণে। পাহাড়ের ওপর তাপমাত্রা কিন্তু অনেক কম থাকে। জলীয় বাষ্পগুলো এই পর্যন্ত এসে আরও শীতল হয়, যার ফলে সেই জলীয় বাষ্পগুলো মেঘে পরিণত হয়, যার ফলে সিলেটে বৃষ্টি হয় এবং বৃষ্টি হলেই তাপমাত্রা কম থাকবে।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]