
প্রিন্ট এর তারিখঃ মার্চ ১৩, ২০২৫, ১১:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৯, ২০২৪, ৯:২৭ পি.এম
দুই স্ত্রী হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাব।

নিজস্ব প্রতিবেদক
সাতক্ষীরা জেলার কলারোয়া থানার চাঞ্চল্যকর দুই স্ত্রী হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত পলাতক আসামীকে গোপালগঞ্জ হতে গ্রেফতার করেছে র্যাব-৬। র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন সময়ে সংঘটিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৬ (সদর কোম্পানি) খুলনার একটি চৌকস আভিযানিক দল ২৯ এপ্রিল ২০২৪ খ্রিঃ আনুমান ১৬:০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানাথীন গোল চত্ত্বর এলাকায় অভিযান পরিচালনা করে সাতক্ষীরা জেলার কলরোয়া থানার ২০১৪ সালের হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী মোঃ আব্দুস সবুর মোল্লা (৪৫), পিতা- মোঃ আবুল কাসেম মোল্লা, সাং-কুমার নল, থানা- কলারোয়া, জেলা- সাতক্ষীরাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তর করা হয়।
প্রকাশক ও সম্পাদক মোঃ গোলাম মাওলা শাওন ০১৭১১-০০৬২১৪, ব্যবস্থাপনা সম্পাদক 01762119992, প্রধান কার্যালয় ৩৪ নুরজাহান শরীফ প্লাজা ৮ম তলা, পুরানা পল্টন ঢাকা ১০০০। ০১৯৯৯-৯৫৩৯৭০ নিউজ ই-মেইল [email protected] সিভি পাঠান: [email protected]
দৈনিক বাংলার আলো নিউজ জিএমএস বাংলার আলো গ্রুপের একটি প্রতিষ্ঠান।